নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার ধর্মগঞ্জে এমভি নদী এক্সপ্রেক্স-৪ ( এম নং ১৩৮২৬) বালুবাহী একটি বাল্কহেডসহ ২ জনকে আটক করেছে পাগলা ফাড়িঁ নৌ পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, এমভি নদী এক্সপ্রেক্স-৪ জাহাজটির মাস্টার চট্টগ্রাম বাঁশখালী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইমন, ভোলার চর খলিফা এলাকার শফিউল্লার ছেলে লস্কার ইয়াছিন।
রবিবার ( ১৫ মার্চ) রাতে ধর্মগঞ্জ মোড় এলাকায় ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সোমবার ( ১৬মার্চ) একটি মামলা হয়েছে। মামলা নং ৪১।
জানা গেছে রাতে মালবাহী বাল্কহেড চালানো নিষেধ। সেই অপরাধে তাদের আটক করা হয়েছে।