নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহŸায়ক মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কারণ বর্তমানে প্রত্যেকটি দ্রব্যের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ২৭শে মার্চ রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, এই দেশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। কিন্তু আজকে মানুষের মৌলিক অধিকার খাদ্য। কিন্তু চাল, ডাল, তেলের দ্বিগুণ দামই বলে দিচ্ছে মানুষের মৌলিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর কবির। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজকে স্বাধীনতা দিবস পালন করছি। কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক জাহিদ হাসান, আলিয়া মাদরাসা সম্পাদক আবু সাইদ, স্কুল ও কলেজ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সোহাগ হোসাইন, কাউছার আহমেদসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।