নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ক্রমান্বয়ে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে স্বল্প ও মধ্য আয়ের মানুষ। বাজারে প্রতিটি জিনিসের মূল্য চলে যাচ্ছে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। যে হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ছে মানুষের আয় বাড়ছে না। এ অবস্থায় দিন আনে দিন খায় ও নিম্ন বিত্ত মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
নবীগঞ্জ বাজার, বন্দর বাজার, দিগু বাবু বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে প্রতিটি জিনিসেরই গত মাসের তুলনায় বাড়তি দাম রাখা হচ্ছে। মাছ মাংস সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শীতে সবজির দাম কম কথাটা এখন পুরাতন। সবজি বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা, লাউ ৯০ থেকে ১০০ টাকা, দেশী পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, বাধা কপি ৪০ থেকে ৫০ টাকা, ফুল কপি ৫০ থেকে ৬০ টাকা, শিম ২৫ থেকে ৩০ টাকা। মাংসের বাজারে প্রতি কেজি খাসির মাংস ১০০০ টাকা, গরুর মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা, কক মুরগি ৩০০ টাকা। ডিম প্রতি হালি ৪০ থেকে ৪৫ টাকা। আর তেল বাজারে চলছে আগুন। প্রতি কেজি সয়াবিন তেল ১৬০ থেকে ১৭০ টাকা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ও নাসিকের কোন কার্যক্রম চোখে পড়ছে না। স্থানীয় বন্দর বাসী মো.হালিম বন্দর বাজারের নিয়মিত ক্রেতা। তিনি পেশায় একজন দাড়োয়ান। তেল কিনতে এসে তাকে ১০০০ টাকার নোট গুনতে হচ্ছে। বাজারের লাউ কিনতে তাকে দিতে হচ্ছে ১০০ টাকা। এ অবস্থায় তার পাঁচ সদস্যের সংসারের খরচে তার নাভিশ্বাস অবস্থা।