নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বর্তমান সময়ে দেশের সর্ব সেক্টরগুলোতে দুর্নীতিবাজরা আসন গেড়ে বসে আছে। দ্বীনদার, আল্লাহওয়ালা প্রশাসক ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই সোনালী প্রজন্ম তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবিরাম মেহনত চালিয়ে যাচ্ছে। ৩১শে জানুয়ারি সোমবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট চত্ত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সস্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বয়স প্রায় ৩০ বছর হয়ে গেছে। বহু পথভোলা শিক্ষার্থী এই সময়ের দ্বীনের পথের পথিক হয়েছে। একসময়ে যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি করতো তাদের অনেকেই এই সংগঠনের স্পর্শে দ্বীনের সুশীতল ছায়াতলে এসে স্থান নিয়েছে। বিভিন্ন জাগতিক ছাত্র সংগঠনগুলোর সন্ত্রাসী তান্ডবের কারণে ছাত্র রাজনীতির ব্যাপারে অভিভাবকদের মনে একটু শঙ্কার সৃষ্টি করলেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের সেই শঙ্কায় আশা জাগিয়েছে।
জেলা শাখা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এ সস্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সহ -সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা দ্বীন ইসলাম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মুফতি মাসুম বিল্লাহ, সদস্য সচিব মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, সদস্য মুহাম্মাদ মামুনুর রশীদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সোহাগ আব্দুল্লাহ, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ আবু রায়হান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু সাইদ, সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও কাউছার আহমেদসহ অনেকে।