দৌলত মেম্বারের খুঁনিদের ফাঁসির দাবিতে ছেয়ে গেছে ব্যানার-ফ্যাস্টুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে চাঞ্চল্যকর দৌলত মেম্বার হত্যাকান্ডে জড়িত চিহ্নিত খুঁনিদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় খুঁনিদের ছবি দিয়ে ব্যানার-ফ্যাস্টুন ও পোষ্টার লাগানো হয়েছে। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় লাগানো এসব ব্যানার-ফ্যাস্টুন ও পোষ্টার নগরবাশীর মনে দাগ কাঁটছে।সচেতন নারায়ণগঞ্জবাসী দৌলত হোসেন মেম্বারের খুঁনিদের ফাঁসি দেখতে চায়।

উল্লেখ্য, রোববার (২৬ জুন) রাত ৮টায় গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পরে দৌলত মেম্বারকে শুরুতে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল,সেখান থেকে রাজধানীর আজগর আলী হাসপাতাল ও সবশেষ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টায় তার মৃত্যু ঘটে। এঘটনায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সমতাজ বেগম । তিনি ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলায় মোহাম্মদ হোসেন, তন্ময় ও মাসুদ নামের ৩ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।বর্তমানে চাঞ্চল্যকর এই মামলাটি জেলা ডিবি পুলিশ তদন্ত ভার নিয়েছে। নিহত দৌলত মেম্বার নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের (নাজিম উদ্দিন-রোকন উদ্দিন কমিটির) সহ-সভাপতি ছিলেন।

add-content

আরও খবর

পঠিত