দোষীদের তো শাস্তি হবেই, প্রয়োজনে সাসপেন্ড : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু হুশিয়ারী দিয়ে বলেছেন, এখানে বড় বিষয় হচ্ছে মসজিদে এ ঘটনা কেন ঘটলো এবং কিভাবে ঘটলো তদন্ত ছাড়া স্পষ্ট বলা যাচ্ছে না। তবে এখানে এসে যা দেখলাম এতো ঘনবসতির মধ্যে একটি মসজিদে এতোগুলো এসি চলছিলো, যার মধ্যে দিয়ে অনেকগুলো গ্যাসের লাইন গিয়েছে। আমি নিজেও এসে দেখালাম একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ চলছে। আমি চেষ্টা করছি এসব বিচ্ছিন্ন করতে। আপনারা সহযোগীতা  না করলে এভাবে অবৈধ লাইন নিয়ে নির্মাণ করে এ ধরণের অঘটন কিন্তু বন্ধ করা যাবে না। আমার প্রশ্ন হলো দুইটি। এখানে গ্যাস লাইন আসলো কি করে? আর এই গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ হলো কি করে? যারা অবৈধ সংযোগ নিয়েছে তাদেরও শাস্তি হবে। যদি আমার বিভাগের কারো গাফলতি থাকে তাহলে দোষীদের তো শাস্তি হবেই। আমরা ব্যবস্থা নিবো, প্রয়োজনে ইমিডিয়েট সাসপেন্ড করা হবে। ৫ই সেপ্টেম্বর শনিবার বিকালে তল্লা এলাকায় মসজিদ ও তার আশপাশে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে এসে দেখলাম অনেকে অবৈধ গ্যাস চালাচ্ছে। মসজিদে কিভাবে বিস্ফোরণ ঘটলো বিষয় নিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ হয়েছে। মসজিদের ভেতর কিভাবে গ্যাস গেল, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, মসজিদ নির্মাণে রাজউকের কোনো অনুমতি নেই। রাস্তা ঘেঁষে কিভাবে মসজিদ গড়ে তোলা হলো? আমরা আগে থেকে সাবধান হই না। ঘটনা ঘটলে সবাই তৎপর হই। জনগণ যদি সহযোগিতা না করে তাহলে গুটি কয়েক অফিস নিয়ে সারা দেশে সার্ভিস সম্ভব না।

এদিকে প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করতে এসে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন এবং মসজিদে কিভাবে বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখতে কঠোর নির্দেশ দেন।

add-content

আরও খবর

পঠিত