নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট এর উদ্যোগে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করা হয়। শুক্রবার (৩১ আগস্ট) দে-ছুট ভ্রমণ সংঘ এর বৃক্ষরোপণ অভিযান খড়ারচর দারুল উলুম মাদ্রাসার জমিতে ২০১৮ সালের বৃক্ষরোপণ কর্মসূচীর ২য় পর্বর উদ্ভোধন করেন দে-ছুট ভ্রমণ সংঘ এর প্রধান প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মো.জাভেদ হাকিম।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সুপার ও বেস্ট অর্গানাইজার মো. মোস্তাক, জসিম উদ্দিন,আরাফাত, হানিফ, আনন্দ টিভির সাংবাদিক সৈয়দ লিংকন, মো. পারভেজ, মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা আব্দুর রশিদ, সাভার বায়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা মতিউর রহমান ( দা:মা:) সহ ছাত্র-শিক্ষক এবং স্থানীয় গ্রামবাসী। সংগঠনের প্রতিপাদ্য বিষয় ছিল, সবুজে হোক সয়লাব-আমাদের প্রিয় বাংলাদেশ।
শুভেচ্ছা বক্তব্যে মো.জাভেদ হাকিম বলেন আজকে দেশে গাছ লাগানোর চাইতে কাটার আয়োজন বেশী। সর্বত্র নগরায়নের ছোঁয়া। অথচ আমরা ভাবি না, প্রাকৃতিক সবুজ যদি দিন দিন বিলীন হয়ে যায় তাহলে টিকবে না আমাদের পশুপাখি। হুমকিতে পড়বে মানুষ ও বন্যপ্রাণী। আজকে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণই হল বৃক্ষরোপণের চাইতে অবাধ নিধন। তাই তিনি তাদের মত অন্যান্য ভ্রমণ সংগঠন গুলোকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।