নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, শিক্ষা, খেলাধুলা, রাস্তাঘাটসহ সকল বিষয়ে বর্তমান সরকার এদেশের উন্নয়নের বিরল চিত্র দেখাচ্ছেন। তাই আমাদের বাচ্চাদের এখনই প্রস্তুত হতে হবে। তারা যেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার দেখানো পথ ধরে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়াস্থ কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যার নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে সে রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমদের সন্তানদের শেখাতে হবে৷ আমাদের শিশুদের স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদের অন্তরে সে ৭১ এর চেতনা জাগ্রত করতে হবে।
মিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, বাচ্চারা তোমরা ভালোকরে লেখাপড়া করবে, সময় মতো খাবে এবং খেলাধুলা করতে হবে। সময় পেলে সংস্কৃতিক চর্চা করতে হবে। তবেই তোমরা একদিন এদেশেত সম্পদ হয়ে দাঁড়াবে।অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন গোল্ডেন ফাইভার ক্লাব বোড ইয়ার্ডস এন্ড শিপ ইয়ার্ড এর চেয়ারম্যান মোস্তফা কামাল। কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃআশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ ইউনিয়ন জাপার সভাপতি নাজিম উদ্দিন, জাপা নেতা আফসার হোসেন খোকন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল আলী। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চৌরাপারা স্টার ক্লাবের সভাপতি এড. নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছায়েদ আলী মাষ্টার, সমাজ সেবক মো. আলী, ২৫নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম শাওন, ২৫ নং ওয়ার্ড যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান জনি ও সাবেক ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, আ. হালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্লা বেগমসহ স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।