নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাবো। নারায়ণগঞ্জে ভালোর চর্চা হয় এবং আমরা ভালোর সাথে আছি সেটা সারাদেশে আওয়াজ তুলতে হবে। ঈদের দিন ৩ই এপ্রিল মঙ্গলবার নরায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের আগে ঈদ জামাতে অংশ নিয়েই তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, এই দুই বছরে যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া চাই। আরো দোয়া চাই যেন আগামী ঈদ পর্যন্ত আমরা ভালো থাকতে পারি।
নারায়ণগঞ্জে করোনার কারণে টানা ২ বছর ঈদগাহে কোন ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি তাই এবার ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতরের জামাত। এতে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার সকাল ৮ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ জেলা প্রশাসক এর কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।