নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : জিয়া চ্যারিট্যাবল মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিএনপির কর্মসূচী থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহমুদকে সহ ইয়াসিন, নাজমুল ও ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও কায়েতপারা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী এবং সাবেক এমপি আবুল কালাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নামে ভৌতিক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছেন করেছেন বিএনপি চেয়ারপার্শনের ঊপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার।
এক প্রতিবাদ বার্তায় বিএনপি চেয়ারপার্শনের ঊপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার বলেন, দেশে কোন বাক স্বাধীনতা নেই। দেশে এখন জুলুমের চরম পর্যায় চলছে। একের পর এক ভৌতিক মামলা দায়েরে প্রমান করে সরকার ভীত।
তিনি আরো বলেন, যতই সংলাপের ফাদ পাতা হোক খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন দেশবাসী মেনে নিবে না। তিনি অবিলম্বে মামুন মাহমুদ, আমির হোসেন, কাজী সোহাহ, মশিউর রহমান রনি সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।