দেশের উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে- শামীম ওসমান

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান বলেন, দেশের উন্নয়নের পতে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এ সমাজে এখন অনেকেই মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। যে পরিবারে একজন মাদক সেবী আছে সে পরিবারটি জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। দেশকে সমৃদ্ধশালী করতে হলে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে যুবকদের। সব কিছুর উর্ধ্বে থেকে বাবা মাকে সম্মান করতে হবে এবং তাদের দোয়া নিতে হবে আপনাদের। কারন যদি কোন সন্তানের প্রতি তার বাবা মার দোয়া না থাকে তাহলে সে যত সম্মানী ব্যক্তি হোক না কেন তার সম্মান একদিন ধূলায় মিশে যাবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মঙ্গলবার ১লা নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তরের ভূইগড় যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে যুব দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত সভায় তিনি উল্লেখিত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, যে মানুষটি দেশের জনগণের কথা ভেবে দিনরাত পরিশ্রম করছেন এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মারা গেলে দেশের কোন ক্ষতি হবেনা কিন্তু শেখ হাসিনা মারা গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। মঙ্গলবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গাউছুল আযম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহম্মেদ, জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক এ.কে.এম আবদুল্লাহ ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, প্রেস এ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমান, এড. কামরুজ্জামান, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষন প্রর্থীগণ ও প্রমুখ। আলোচনা সভা শেষে যুব সংগঠনের নেতৃবৃন্দকে ঋন বাবদ চেক প্রদান করা হয়।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত