দেশীয় অস্ত্রসহ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৭ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ৭ই ফেব্রæয়ারি সোমবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩টি সুইচ গিয়ার (চাকু), ২টি জিআই পাইপ এবং ব্যবহৃত ৭টি মোবাইল জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীরা হলেন : মো. রিপন (৩১), মো. রিয়াজ (৩০), মো.নুর ইসলাম (২৭), মো. শরিফ (২২), মো. আল আমিন (২১), মো. আসিফ (১৮) এবং মো. সোহান শেখ (১৮)।

৮ই ফেব্রæয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, কতিপয় দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ রসুলবাগ ক্যানেল এলাকায় ক্যানেলের পাড় কাঁচা রাস্তার পশ্চিম পার্শ্বে মো.আলীর বাড়ীর উত্তর দিকে ফাঁকা জায়গায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১১ এর আভিযানিক দল উক্ত স্থানে হাজির হয়ে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের ৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান গেছে গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে আসছিল। ছিনতাইকারী ও চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এএসপি । উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত