নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নগরীর দেওভোগের খানকা মোড় এলাকায় একজন আইনজীবী ও তাঁর সহকারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১ টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছে জানা গেছে। আহত আইনজীবী গালিব (৩৭) ও তাঁর সহকারী দিপু (৩৬) নিজ বাসার সামনে মোটর সাইকেল রাখার সময় ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাঁর উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারঁ ডাক চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে ঐ সংঘবদ্ধ গ্রুপটি পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত আহত অবস্থায় গালিবের ভাই এড. খসরু তাদের নারায়ণগঞ্জ ১ শত শয্যা হাসপাতালে নিয়ে যায়। এরপর দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করছেন।
এ ব্যপারে আহত আইনজীবী গালিবের ভাই এড. খসরু জানায়, র্দীঘদিন ধরেই আমাদের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছে। গতকাল রাতে আমার ভাই যখন বাসায় ফিরে তখন তাঁর সহকারী দিপু ভাই সাথে ছিলো। ভাইয়া আমাদের বাড়ির সামনে বাইকটি মাত্র থামায় আর ওই সময়ই ১২ থেকে ১৫ জন আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা চালায়। এসময় র্সব প্রথম দুইজন মহিলা ভাইয়ার গলায় ওড়না পেচিয়ে দুই দিক থেকে টান দেয়। এরপরই বাকিরা চাপাতি, দাঁ, বটি ও লাটি সোটা দিয়ে আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। একপর্যায় ভাইয়া অজ্ঞান হয়ে যায়। এসময় মারাত্মকভাবে ভাইয়ার সহকারী দিপু আহত হয়। তার কাছে জানতে পেরেছি ওড়না পেচিয়ে দুই দিক থেকে টান দিয়েছিল আমার দুই ফুফু শওকত আরা বেগম ও কাউসার বেগম। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুম্মন, রুবেল, কাইয়ুুম, দিলু, ইমরান, ইমতিয়াজ, ইসতিয়াক সহ আরো কয়েকজন। দিপু ভাইয়ের মাথায় ৫টি সেলাই লেগেছে। হাতের হাড় ভেঙ্গে গিয়েছে। আর গালিব ভাইয়ার অবস্থা আশংকাজনক আইসিউতে আছে জানতে পারছিনা। ওনারও প্রায় ১৫ থেকে ২০টি সেলাই দেয়া হয়েছে ধারনা করছি। ওনার শরীর, মাথায়, নাকে ও বাম চোখে মারাত্মক জখম করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনো অভিযোগ দেয়নি ভাইয়াকে নিয়ে ব্যাস্ত আছি। কিন্তু আমি নিজে বাদি হয়ে খুব শিঘ্রই থানায় অভিযোগ করবো।
এ ব্যপারে ঘটনাস্থলে যাওয়া সদর থানার এসআই পিন্টু সরকার জানায়, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গেলে আহতদের চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছিল। তবে স্থানীয় এলাকাবাসী থেকে খোজঁ খবর নিয়ে জানতে পেরেছি তাদের র্দীঘদিনের জমি সংক্রান্ত পারিবারিক ঝামেলা চলছিল। আর এর জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে ধারনা করছি। এর আগেও তাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি সাথে সাথেই আমি ও এসআই আজিজ তাদের বাড়িতে অভিযানে গিয়েছি তবে তারা ঘর তালাবদ্ধ রেখে পালিয়ে গিয়েছে। তবে থানায় এখনো কোন অভিযোগ পায়নি যদি অভিযোগ করে আমরা আইন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহন করবো।