দুর্দান্ত খেলে উরুগুয়েকে পরাজিত করে শীর্ষে আর্জেন্টিনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৯ই জুন শরিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ব্রাসিলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসি এন্ড কোং। এদিকে  দুর্দান্ত খেলা খেলে উরুগুয়েকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

পুরো ৯০ মিনিট বল দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। চোখে পড়ার মতো বেশ কয়েকটি আক্রমণও করে তারা। তবে নিজেদের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা এবং আর্জেন্টিনা রক্ষণের দৃঢ়তার কারণে গোলমুখ খুলতে পারেনি অস্কার তাবারেজের শিষ্যরা।

ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে মেসির উঁচু করে বাড়ানো বল দারুণ হেডে জালে জড়ান রদ্রিগেজ। বিরতির আগে এবং পরে আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি আলবিসেলেস্তেরা।

চিলির বিপক্ষে শুরুর একাদশে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, মার্টিনেজ কোয়রটার, লিয়ান্দ্রে পেরেদেসরা। তবে এই তিনজনের পরিবর্তে আজ নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো এবং গুইদো রদ্রিগেজকে মাঠে নামিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আলবিসিলেস্তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে চিলি আছে দ্বিতীয় স্থানে। যারা অপর ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ১-০ গোলে। বলিভিয়া এবং উরুগুয়ে এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

এ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ২২ই জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

add-content

আরও খবর

পঠিত