দুই মামলায় অভিযুক্ত রঙধনু গ্রুপের চেয়ারম্যান রফিক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমি দখল, হত্যাচেষ্টা ও লুটপাটের অভিযোগে রঙধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে আদালতে দুাটি মামলা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটির আবেদন করেন ভুক্তভোগী আলী আজগর ভূইয়া ও মো. মামুন নামের দুই স্থানীয় দুই ব্যক্তি।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে শুনানি শেষে মামুনের অভিযোগটি এফআইআর এর নির্দেশ ও আলী আজগর ভূইয়ার আবেদনটি ডিবিতে তদন্তের নির্দেশ দেন।

এর মধ্যে মামুনের মামলায় রফিকসহ ১৮ জন ও আলী আজগরের মামলায় ৩১ জনকে অভিযুক্ত করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পবিত্র জানান, দুটি মামলার আবেদনের শুনানি শেষে আদালত একটি মামলার এফআইআর ও আরেকটি মামলা ডিবিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। (সূত্রে: সময় টিভি)

add-content

আরও খবর

পঠিত