নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ডাকাত দলের সদস্য সন্দেহে শাকিব (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ আগস্ট) উপজেলার নৈকাহন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিব উপজেলার নৈকাহন এলাকার মহসিনের ছেলে। তিনি দিনের বেলা রাজমিস্ত্রীর কাজ করলেও রাতে দুর্ধর্ষ ডাকাতি করে বলে দাবি পুলিশের।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও খুঁজে বের করা হবে। শাকিব দিনের বেলা রাজমিস্ত্রীর কাজ করে রাতের বেলা দুর্ধর্ষ ডাকাত হয়ে যায়।