দালাল চিহ্নিত করতে পুরস্কারের ঘোষণা দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ২৪ডটকম গত ১৮ এপ্রিল ‘৩০০ শয্যার আউটডোরে অপ্রতুল ফ্যানে রোগী দুভোর্গ এবং ২০ এপ্রিল ৩০০ শয্যায় ফের দালালদের তৎপরতা শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদ দুটি চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত নারায়ণগঞ্জ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নজরে এসেছে।

শনিবার ২১ এপ্রিল সকালে তিনি হাসপাতালে নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে সার্বিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন। এ সময় তিনি প্রতিনিধির মাধ্যমে ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের ব্যক্তিগত সহকারীর সাথে মোবাইল ফোনে কথা বলে রোগীদের দুর্ভোগের কথা জানতে চান। পরে তিনি আগামী সোমবারের হাসপাতালের সর্বত্র বিকল হয়ে থাকা ফ্যান গুলো সরিয়ে নতুন ফ্যান লাগানো সহ প্রয়োজনীয় স্থান গুলো ফ্যানের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম বন্ধ করতে এবং দালালদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী সহ স্থানীয়দের সহযোগীতা কামনা করেছেন। সেই সাথে তিনি হাসপাতালের অভ্যন্তরে থাকা দালালদের চিহ্নিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যারা হাসপাতালের ভেতরে থাকা দালালদের কর্মকান্ড ক্যামেরা অথবা মোবাইল ফোনের মাধ্যমে গোপনে ভিডিও করে তাঁর ফেসবুক পেইজ সেলিম ওসমান সাপোটার্স ফোরামের ইনবক্সে পাঠাবেন তাদের মধ্য থেকে ৩জনকে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে নিরাপত্তার স্বার্থের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য প্রদানকারীদের পরিচয় প্রকাশ না করেই গোপনীয়ভাবে তাদের পুরস্কারের টাকা প্রদান করা হবে।

হাসপাতালে আসা রোগীদের হাসপাতাল থেকে বাইরে প্রাইভেট ক্লিনিকে নেওয়া পর্যন্ত সকল দৃশ্য মোবাইলে ধারন করে পাঠাতে হবে। যাদের পাঠানো ভিডিওতে দালালদের চেহারা বেশি স্পষ্ট দেখা যাবে তাদেরকেই পুরস্কারের জন্য মনোনীত করা হবে।

add-content

আরও খবর

পঠিত