নারায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ বিরাব, আজ জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ঢাকা, কতৃক আয়োজিত এক দাবী আদায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মনসুরুল হক চৌধুরী, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিকে বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রাহমান, সহকারী সচিব অর্থ মন্ত্রনালয় দপ্তর।
সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে সভাপতি বলেন, প্রধান মন্ত্রীর কাছে আমাদের দাবী রুপগঞ্জের কেন্দুয়া এবং বিরাব মৌজা মিলে প্রায় ৮০ থেকে ৯০ বিঘা সরকারী খাস জমি আছে । এখানে বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনা পয়সায় চিকিৎসা নেয়ার জন্য এবং সাধারন মানুষ যাতে স্বল্প মুল্যে চিকিৎসা নিতে পারে তারই লক্ষ্যে আমরা এখানে একটি আধুনিক মানের মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মান করতে চাই। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে প্রধান মন্ত্রীর কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে যেন উক্ত জমি যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে হস্তান্তর করে দেয়া হয়।
অন্যন্যের মধ্যে আরো বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন, ফজলুল করিম মোল্লা, মো. মোস্তফা মিয়া, মোঃ আনোয়ার হোসেন, এড. এমদাদুল হক, প্রকৌশলী এস এম রাসেদ, আবুল কালাম (এসবি) এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী মিয়া মোঃ আরমান এর সন্তান মাহমুদুল হাসান মুন্নাসহ আরো প্রায় শতাধিক।