নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার দাপাইদ্রাকপুর খোঁজপাড়া এলাকায়, দাবীকৃত চাঁদা না দেয়ায় বিক্রমপুরিয়া শহীদের বাড়ির ভাড়াটিয়া সজীব তালুকদার (১৮) ও নাঈম হোসেন (২২) মারধরের শিকার হয়। একই এলাকার মুদি দোকানদার মোক্তার হোসেনের ছেলে ছিচকে সন্ত্রাসী চান্দু ও তার সহযোগিরা মিলে মারধর করে। ৪ মে (শুক্রবার) সকাল ১১টায় ঘটনা ঘটে ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মারপিটের শিকার সজীব তালুকদার (১৮) ও তার মেস পার্টনা নাঈম হোসেন (২২) বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার খোঁজপাড়া এলাকার মোক্তার হোসেনের ছোট ছেলে মো. চান্দু ওরফে বাইট্টা চান্দু (২৮)। সে নেশা সেবন করে এবং নেশার টাকার জন্য এলাকায় বসবাসরত বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে হুমকী দামকী ভয়ভীতি দিয়ে টাকা পয়সা নেয়। এমন কান্ড চান্দু প্রতিনিয়ত ঘটাচ্ছে। তার সাথে আছে একজন যুবক বয়সী বখাটে নেশাখোর যুবক। এরা বিভিন্ন মানুষকে নানাভাবে নাজেহাল করছে। তাদের যন্ত্রনায় ঐ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ঐ এলাকার বিক্রমপুরিয়া শহীদেও সবুজ বিল্ডিংয়ের নীচতলায় মেস ভাড়া থাকে সজীব তালুকদার ও তার বন্ধু নাঈম হোসেন।
এরা গার্মেন্টসে চাকুরী করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের কাছে বিভিন্ন সময় এসে চান্দু ও তার সহযোগিরা নেশার জন্য টাকা পয়সা দাবী করে। তাদের ভয়ে তারা ওদের কথা মতো প্রায় সময়ই টাকা পয়সা দেয়। কিন্তু শুক্রবার ১১টায় আগের মতো টাকা পয়সা দাবী করে। এতে সজীব প্রতিবাদ করলে সজীব ও তার মেস পার্টনা নাঈম হোসেন কে এলোপাথারীভাবে মারধর করেছে। এসময় সজীব ও নাঈম হোসেনর মাথায় কাঠের দাসা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে।
চান্দু ও তার সহযোগিদের হাতে চাপাটি, লোহার রড ছিলো তারা হত্যার উদ্দেশ্যে আঘাত করতে চেষ্টা করে। আশেপাশের লোকজন ছুটে আসায় তারা দলবল নিয়ে হুমকীদিয়ে চলে যায়। চান্দু বাহিনী মারপিট করে সজীব নাঈমের কক্ষে ঢুকে নগদ পৃথক ভাবে ৮হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে সজীব ও নাঈম নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেছে।