নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজিপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, দেশে এখন জাতীয় নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচনের সময়ে আমাদের ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। দলের মধ্যে কোন দন্দ সৃষ্টি করা যাবে না। সকল অঙ্গসংগঠনের জন্য একই কথা। আমরা গত নির্বাচনে যাই নি। কারণ শেখ হাসিনা কখনো অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়নি। আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে আমরা নির্বাচন করবো। জাতীয় নির্বাচনের জন্য দাবী আদায়ের লক্ষে সকলকে আন্দোলন সংগ্রাম করতে প্রস্তুত থাকতে হবে এটাই খালেদা জিয়ার নির্দেশ। তাই দাবি আদায়ের জন্য যখনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিবেন তখনি লাফিয়ে পড়তে হবে।
মঙ্গলবার ৯ মে দুপুরে বন্দরের সোনাবিবি হেভেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা, অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, এড. সরকার হুমায়ূন কবির, এড. জাকির হোসেইন, এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সরকার আলম, শকু প্রমূখ।
অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আজকে দেশের অবস্থান ভালো নেই। দেশে গণতন্ত্র নেই। দেশে কোন ব্যবসা বাণিজ্য করার পরিবেশ নেই। কেউ ভালোভাবে ব্যাবসা করতে পারছেনা। এভাবে দেশ চলতে পারে না। এই সরকার সঠিক আইন প্রতিষ্ঠা করতে পারছেনা। নারায়ণগঞ্জে বিগত দিনে ইতিহাস রয়েছে। অনেক লড়াই সংগ্রাম এখান থেকে হয়েছে। ভবিষ্যতেও এখান থেকে লড়াই সংগ্রাম হবে। আমি আশা করি আপনারা সবাই সোচ্চার হয়ে লড়াই সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী নূরউদ্দিন আহাম্মেদ, মহানগর বিএনপি নেতা ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, এডঃ আবু আল ইউসুফ খান টিপু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হাসান রোজেল, আকরাম প্রধান, আনোয়ার প্রধান, যুবদল নেতা আওলাদ হোসেন, সিদ্ধিারগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম জুয়েল, মহানগর ছাত্রদল নেতা আবুল কাউছার আশাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।