নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় মহানগর আওয়ামীলীগ এর সহ-সভাপতি চন্দন শীলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৪ নং ওর্য়াড যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল রাতে যুবলীগ নেতা ইমনের নেতৃত্বে তাঁর বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন তারা। এছাড়াও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল ইসলাম মহাসিন, যুবলীগ নেতা শান্ত ও শুভ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরআগে ৪ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ছিলেন চন্দনশীল। ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা পরিষদে নির্বাচনে তাঁর সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়েছিলেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রসাশক এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, শ্রমিক নেতা মতিন মাস্টারসহ মোট ৭ জন।