দম্পতিকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ, শ্লীতাহানির চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি): রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করে। এসময় বাধা দেওয়ায় সাইফুল ইসলাম সমর ও রুবি বেগম নামে এক দম্পতিকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এঘটনায় রোববার সকালে  রুবি বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আহত রুবি বেগম জানান, উপজেলার কেয়ারিয়া এলাকায় ১০৫ শতাংশ বুশরা ইসলাম নামে নারী ক্রয় করে  সাইফুল ইসলাম সমরকে দেখাশোনার দায়িত্ব দেন। উপজেলার পানিয়াগ্রা এলাকার শফিকুল ইসলাম শফি, তারিকুল ইসলাম তারেক, মোগল, টেকনোয়দ্দা এলাকার আক্কাস মিয়া বেশকিছুদিন ধরে জমিটি জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে।

গত ১৫ ফেব্রয়ারী প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিতে দেয়াল নিমার্ন করতে যায়। দেয়াল নির্মাণে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম সমরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সাইফুল ইসলাম সমরের ডাক-চিৎকারে স্ত্রী রুবি বেগম বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রুবি বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। রূপগঞ্জ থানায় রুবি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত