দখলদারিত্ব-চাঁদাবাজি আর দেখতে চায় না : মাওলানা জব্বার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ওমরপুর জালালউদ্দিনের বালুর মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, বাংলার জনগণ আর কোনো দখলদারিত্ব বা চাঁদাবাজি দেখতে চায় না। ফ্যাসিস্ট সরকারের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে, কিছু দোসর তার বিপরীতে কাজ করছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনের সঠিক প্রয়োগ না হলে জনগণ ধৈর্য হারিয়ে বসে থাকবে না। চাঁদাবাজ বা দখলদার যেই হোক, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিন।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ১৭ বছরের নির্যাতন ভুলে যারা খুনিদের সাথে আতাত করে সন্ত্রাস চালাচ্ছে, তারা কখনো দেশের কল্যাণ করতে পারে না।

সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার আমীর আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ৭ ফেব্রুয়ারির জনসভাকে সফল করার আহ্বান জানান।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর কর্ম পরিষদের সদস্য মাওলানা বশিরুল হক ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ বাহার, সেক্রেটারি শহিদুল ইসলামসহ অসংখ্য ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি এবং জামায়াত নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত