তৎপর র‌্যাব-১১, সর্বোচ্চ ১১৭জন আক্রান্তের মধ্যে সুস্থ্য হতে বাকি ৪জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বিশেষ প্রতিনিধি) : করোনায় হটস্পট হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জ। যেখানে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত  হয়েছেন র‌্যাব-১১ এর  সদস্যরা।লকডাউন বাস্তবায়ন থেকে শুরু করে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, অপরাধ দমনে যেমনি রয়েছে তৎপর। তেমনি, এগিয়ে আছেন আত্মমানবতার সেবায়। দিনের বেলায় তপ্তরোদে জনসাধারণের নিরাপত্তায় যতটা কঠোর হচ্ছেন, তেমনি জীবণের ঝুঁকি নিয়েই রাতের আধাঁরে আত্মমানবতায়ও নিবেদিত প্রাণ হিসেবে দেথা গেছে এ বাহিনীকে।

জানা গেছে, এখন পর্যন্ত তাদের ১১৭ সদস্যের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যেই নিজেদের আইসোলেশনে চিকিৎসা সেবা নিয়ে র‌্যাব-১১-এর ১১৩জন সদস্য সুস্থ্য হয়ে উঠেছেন।বাকি ৪জনের সুস্থ্য হওয়ার অপেক্ষায় দিন গুনছে তাঁরা।কিন্তু এ অবস্থাতেও একটুও দমে না গিয়ে ২৪টি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এ ব্যাটালিয়ন। করোনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলা সহ আশপাশেও রয়েছে তাদের সতর্ক অবস্থান। বুধবার (১০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদকের সাথে আলাপকালে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্ল্যাহ সরকার।

তিনি বলেন, ব্যাটালিয়নের অনেকেই আক্রান্ত হলেও প্রতি রাতে র‌্যাব-১১ সদর দপ্তরের বাইরে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছিলাম, দুস্থ ও মধ্যবিত্ত অনেক পরিবারে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। নিয়মিত টহল কার্যক্রমসহ বিভিন্ন কাজ করেছি। এ সময়ের মধ্যে র‌্যাব ‌বড় কয়েকটি মাদকের চালানও আটক করেছে। কয়েকজন বড় মাদক ডিলার ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ব্যাংক ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের পরিকল্পনা ভেস্তে দেওয়া থেকে শুরু করে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যেন কোনো অপরাধ সংঘটিত না হয় সে জন্য সতর্ক থেকেছে র‌্যাব-১১।

add-content

আরও খবর

পঠিত