ত্বকী হত্যার ১৪৬ মাস: সকল হত্যার বিচারের দাবিতে আলোকপ্রজ্বলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪৬ মাস উপলক্ষে এবং ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোকপ্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যা সাতটায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যাকাণ্ডের ১৪৬ মাস পার হলেও এখনো বিচার হয়নি। র‌্যাব তদন্ত শেষ করলেও অভিযোগপত্র আদালতে পেশ করেনি। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সাড়ে এগার বছর ধরে বিচার প্রক্রিয়া থমকে রয়েছে। এটি বিচারহীনতা এবং রাষ্ট্রের বৈষম্যপূর্ণ বিচার ব্যবস্থার একটি উদাহরণ বলে উল্লেখ করা হয়।

add-content

আরও খবর

পঠিত