নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি তোলারাম কলেজের আয়োজনে তারুণ্যের উৎসব ও সোশ্যাল বিজনেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস এ আয়োজনের উদ্বোধন করেন।
আলোচনা সভায় সফল উদ্যোক্তা ইস্কয়ার সুয়েটারস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখা-পড়া, কাজ—যেটাই করো, সুন্দরভাবে করতে হবে। যে যেই ফিল্ডে কাজ করতে চাও, মনপ্রাণ দিয়ে করলে সফলতা আসবেই।
প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ (বাবুল) বলেন, নারায়ণগঞ্জ শহরে ৪৩ বছর আগে প্রথম গার্মেন্টস ব্যবসা শুরু করি। তখন রাতে নিজে বই পড়ে মেশিন খুলে দেখতাম, আর দিনে শ্রমিকদের শেখাতাম। যে কোনো ব্যবসা-বাণিজ্য শুরু করতে হলে আগে নিজের চেষ্টা, মেধা, পরিশ্রম ও সততা থাকতে হবে। সফলতা কেউ ধরে এনে দেয় না, নিজেকে কাজ করে তা অর্জন করতে হয়।
তিনি আরও বলেন, আমরা শান্তিপ্রিয়ভাবে চলছি, কিন্তু কোনো কাজ শুরু করতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু সমস্যা দেখে পিছিয়ে গেলে চলবে না। তিনি উদাহরণ হিসেবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মইনুল আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন, এম এস নিটিং এন্ড ফেব্রিকস্ স্বত্বাধিকারী নির্মল চন্দ্র দাস, শিল্প ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসি’র সাবেক এমডি মো. আমানুল্লাহ্, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক মানোয়ার হোসেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।