নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( গৌতম রায় ) : দেশের এই অবস্থায় আমার নিরানন্দের ঈদ। প্রতিবছরই প্রবাসী মুসলমানদের সাথে ঈদে আনন্দ করি। কিন্তু এবার ঈদের আনন্দ নেই আমার মনে। বাংলাদেশের দুর্যোগ দু:সংবাদ আমার সব আনন্দকে থামিয়ে দিয়েছে। এবার কারো সাথেই ঈদের আনন্দ করতে পারলাম না। মনমরা হয়ে ঘরেই ছিলাম। কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু কেন এমন লাগে ? আমি তো দেশটাকে সেই ২৫ বছর আগেই ছেড়ে এসেছি। আমার সবই তো মালয়েশিয়াকে ঘিরে। দেশে আমার এক টুকরো জমি নেই, ব্যবসা নেই। মা আর ভাইয়েরা ছাড়া আর কেউ নেই সেখানে। তবু কেন আমি বাংলাদেশকে ভুলতে পারি না ? দেশের দুর্দিনে কেন মন কাঁদে ? কেন আমি আবেগ ধামাচাপা দিয়ে অনেকের মতো নিজের ভুবনে মাথা গুঁজে থাকতে পারি না ? কেন বার বার বাংলাদেশটাকে দেখতে ছুটে যাই ? যে দেশ আমাকে থাকতে দেয়নি, যে দেশ আমাকে সুখ দেয়নি সে দেশটার জন্য এত মায়া হয় কেন ?
কারন, আমার বাংলাদেশই আমার প্রিয় জন্মভূমি। স্বর্গের চেয়েও প্রিয় সে আমার দু:খিনী বাংলাদেশ। চাকচিক্য মালয়েশিয়ার বিলাসবহুল রাজধানী কুয়ালালামপুরে বসেও মন পড়ে থাকে পদ্মা, মেঘনা, যমুনার তীরে। একটা দীর্ঘশ্বাস বুক থেকে বের হয়ে আসে। কেউ জানে না। ঈদের দিন বুকিত বিনতাং এলাকায় তোলা সেলফি।