নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : বাংলাদেশের যে কোন দুর্যোগে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সামাজিক সংগঠন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। যে সংগঠন এক যুগে রয়েছে ছাত্রদের হাতে গড়া সাফল্য। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য এবার উপহার পাঠাচ্ছে সংগঠনটি।
জানা গেছে, ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে চিকিৎসা সামগ্রী সংকট রয়েছে। বিশেষ করে নারীদের স্যানিটারি ন্যাপকিনের সমস্যায় ভোগছে। তাই নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এবার তুরস্কের সেই সব অসহায় ক্ষতিগ্রস্ত নারিদের সমস্যার কথা চিন্তা করে তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন উপহার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে।