নারায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে কয়েক শ’ বিএনপি নেতা-কর্মী, সমর্থক শোডাউন ও মিছিল বের করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে তারাব পৌর নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিনের পক্ষে এ শোডাউন ও মিছিল বের করেন। রূপসী-কাঞ্চন সড়কের পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে মিছিলটি বের করা করে বিভিন্ন এলাকা পদক্ষিণ করে। মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক ও রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.মাহাফুজুর রহমান হুমায়ূন, কাঞ্চন পৌসভার সাবেক মেয়র মজিবুর রহমান, রূপগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মজিবুর রহমান মোল্লা, জাসাসের সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, আলম হোসেন, হাজী মনির মিয়া,হাফিজুর রহমান পিন্টু,যুবদল নেতা আফজাল কবির, রুহুল আমিন, হাফিজুর রহমান হাফেজ, দেলোয়ার হোসেন, জামান মিয়া, ছানোয়ার খাঁন, আমজাদ হোসেন, হাজী মতিন মিয়া, বাবুল মিয়া, ছাত্রদল নেতা আজিম সরকার, আলতাফ হোসেন, সুলতান খাঁন, রুবেল খাঁন, মাসুদ মিয়া, শরিফ হোসেন প্রমুখ।