তাবলীগ জামায়াত অনুসারীদের আব্দুল আউয়ালের হুশিয়ারি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সাদপন্থী তাবলীগ জামায়াত অনুসারীদের হুশিয়ারি উচ্চারন করে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, সাদপন্থীদের কোন কার্যক্রম এই নারায়ণগঞ্জে হতে দেয়া হবে না। যদি কোথাও কোন কার্যক্রম করার প্রমান পাই তাহলে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো। যারা জালেমের কাতারে পৌচেছে তাদের মুখে মিষ্টি কথা মানায়না। এছাড়ও যারা এসব ঘৃনিত কাজে ইন্ধন দিচ্ছে তাদের ক্ষমা চাইতে হবে নয়তো তাদেরও ছাড় দেয়া হবে না। শুক্রবার (২রা নভেম্বর) বাদ জুম্মা ডিআইটি মসজিদের সামনে আব্দুল আউয়ালকে লাঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এময় তিনি এসব কথা বলেন।

এছঅড়াও প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি ৪টি দাবি উল্লেখ করে বলেন, কালীরবাজার মারকাজ মসজিদে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য দায়ীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত তাদের মাফ করা হবে না। আড়াইহাজারে সাদ পন্থীরা ইজতেমার নামে যে ভন্ডামী শুরু করেছে সেটা বন্ধ করার ব্যবস্থা নিন। গতকালের ঘটনায় সন্ত্রাসীদের পক্ষ নেয়ায় পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত আমলাপাড়ার মারকাজ মসজিদ বন্ধ রাখার ব্যপস্থা করুন।

আক্ষেপ নিয়ে তিনি বলেন, বিগত দিনগুলোতে সবসময় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি। শেষ জীবনে এসে এমন একটা অবস্থার সম্মুখীন হতে হবে তা কখনো ভাবিনি, বাতেলদের বিষয়ে কথা বলতে হবে কোনদিন কল্পনা করিনি।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, জেলা ওলামা পরিষদের পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা রহমতউল্লাহ, ওলামা পরিষদ নেতা মাওলানা ইসমাঈল আব্বাসী।

add-content

আরও খবর

পঠিত