নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তল্লা সুপার সিক্সেস লীগ (টিএসএল) সিজন-৫ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) রাতে নগরীর চৌরাঙ্গী ফ্যান্টাসি পার্ক কমিউনিটি সেন্টারে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।
সর্বমোট ১১০ জন খেলোয়াড় এবং ৮টি দলের অংশগ্রহণে হতে যাচ্ছে এবারের আসর । অংশগ্রহণকারী ৮টি দল হলো- এন্সিয়েন্ট ওয়ান্ডার্স মাস্টার মাইন্ড, এলিট সুপারস্টারস, টিম নবাব, কিংস অফ সুপারিবাগ, ইয়াং মাস্টেং, সুপারিবাগ নাইট ইলেভেন এবং সুপারিবাগ স্টারস।