নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু ও আরো ৩ জন আহতের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি সহ ২৯ জনকে অভিযুক্ত করে মামলায় চার্জশীট দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সিআইডি ওই চার্জশিট নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শকের কাছে হস্তান্তর করেন। পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। এতে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে ২৬ জন মসজিদ কমিটিতে সম্পৃক্ত। বাকি ৩ জন ডিপিডিসির মিটার রিডার ও ২জন ইলেক্ট্রিশিয়ান।
চার্জশিটে অভিযুক্ত মসজিদ কমিটির ২৬ জন হলেন, আব্দুল গফুর, মো. সামসুদ্দিন সরদার, মো. শামসু সরদার, মো. অসিমউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম উজ্জ্বল, মো. নাঈম সরদার, তানভীর আহমেদ, মো. আল আমিন, মো. আলমগীর সিকদার, মাওলানা আল আমিন, সিরাজ হাওলাদার, নেওয়াজ মিয়া, নাজির হোসেন, আবুল কাশেম, আবদুল মালেক, মনিরুল, স্বপন মিয়া, আসলাম আলী, আলী কাজল মিল্কি, কাইউম, মামুন মিয়া, দেলোয়ার হোসেন, বশির আহমেদ হৃদয়, রিমেল।
এদিকে তাদের ২৬ জনের মধ্যে ৩০ অক্টোবর রাতে তল্লার নিজ বাসা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে সিআইডি। পরে ২ নভেম্বর জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।
অপর ৩ জন হলেন আরিফুর রহমান, মোবারক হোসেন ও রায়হানুল ইসলাম। এর মধ্যে আরিফুর রহমান ডিপিডিসি নারায়ণগঞ্জ পূর্ব অঞ্চলের মিটার রিডার, রায়হানুল ও মোবারক হোসেন বৈদ্যুতিক মিস্ত্রি। তাদের মধ্যে মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ছেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক দুই জন রয়েছেন।