তরকারী গরম করে দেবার কথা বলে ধর্ষণের চেষ্টা, ফতুল্লায় যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লার পাগলায় প্রবাসীর স্ত্রী কে ধর্ষণের চেষ্টার অভিযোগে জুয়েল (৩০) নামক এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২২ই মে শনিবার দুপুরে ফতুল্লা থানার পাগলা নুরবাগের মনির মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত জুয়েল কুমিল্লা জেলার তিতাস থানার বালুরচর গ্রামের মোসলেম মিয়ার পুত্র ও ফতুল্লা থানার পাগলা নুরবাগের মনির মিয়ার ভাড়াটিয়া বলে জানা যায়।

ভুক্তভোগী নারী জানায়, সে এবং গ্রেফতারকৃত জুুয়েল সাবেলট হিসেবে একই বাসায় ভাড়ায় থাকে। তার স্বামী দেশের বাইরে থাকেন। অপর দিকে জুয়েল তার  স্ত্রী নিয়ে সাবলেট হিসেবে একই ফ্ল্যাটে ভাড়া থাকেন। ঘটনার আগের দিন ২১ই মে শুক্রবার জুয়েলের স্ত্রী তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। ঘটনার দিন আজ ২২ই মে শনিবার দুপুরে জুয়েল বাসায় ফিরে এসে তাকে ভাত রান্না করে দিতে বলেন এবং ঘরে থাকা ফ্রিজে রাখা তরকারী গরম করে দিতে তাকে অনুরোধ করেন। তিনি যোহরের নামাজ আদায় করে দুপুর ২টার দিকে ভাত রান্না করে দিয়ে জুয়েলের কথা মতো জুয়েলের ঘরে গিয়ে ফ্রিজে থাকা তরকারী গরম করে দেবার জন্য আনতে গেলে জুয়েল তাকে পেছন থেকে জাপটে ধরে বিছানায় ফেলে দিয়ে তাকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় পূর্ব থেকে জুয়েলের ঘরের এক কোনে রাখা মোবাইল ফোনের ভিডিও অন করে রাখা মোবাইল ফোন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে বলেন যে, যদি সে চিৎকার করে কিংবা তার কথায় রাজি না হয় তাহলে ভিডিওতে জবরদস্তির যতোটুকু দৃশ্য ধারন করা হয়েছে তা ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকী প্রদান করে। এবং তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। সে তখন নিজেকে বাঁচাতে প্রাণপন চিৎকার করলে পাশের ফ্ল্যাটের মহিলা সহ একাধিক জন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় সকলের অগচোরে ধর্ষণের চেস্টার দৃশ্যর ভিডিও ধারন করা মোবাইল ফোনটি লুফে নিয়ে দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করলে বাড়ীওয়ালা সহ স্থানীয়বাসী তার পিছু নিয়ে তাকে রাস্তা থেকে ধরে ফেলে পুলিশ কে সংবাদ দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর স্ত্রীর মুখে এবং স্থানীয়দের নিকট বিস্তারিত ঘটনা জানতে পেরে এবং ধর্ষণের চেষ্টার ঘটনাটি ভিডিও করায় প্রমাণ পেয়ে জুয়েল কে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন এবং জুয়েলের মোবাইল ফোনটিও জব্দ করেছেন।

add-content

আরও খবর

পঠিত