নারায়ণগঞ্জ বার্তা ২৪: তনু হত্যার বিচারের দাবিতে নায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন মানবাধিকার সংগঠন, অধিকার। ২৯ র্মাচ মঙ্গলবার সকালে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, ছাএ, ও সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, মাত্র ঊনিশ বছর বয়সী একটি মেয়ে । তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে গত ২১ মার্চ । ওর নাম সোহাগী। আর ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে খোদ সেনানিবাসে। সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে।