নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সোমবার ১৫ জুলাই সন্ধ্যা ৭টা। নগরীর চাষাড়া মার্ক টাওয়ারের সামনে সাদা রঙয়ের একটি প্রাইভেট গাড়ি অবৈধভাবে পার্কিং করা। এ সময় রাস্তায় অবৈধভাবে গাড়িটি পার্ক করে রাখায় সদর থানার এস.আই রুপম গাড়িটির বিরুদ্ধে মামলা করতে গেলে গাড়ির মালিক তার সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন।
এসময় তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক অগ্রবাণী পত্রিকার সংবাদকর্মী। তার অভিযোগ, নিজের পরিচয় দিলে দায়িত্বরত এস.আই তথ্য সংগ্রহ করতে বাধা প্রদান করে। এরপর অসৌজন্যমূলক আচরণ করে গাড়িতে ১০মিনিট বসিয়ে রাখেন।
এসময় অনেকেই মন্তব্য করতে থাকেন, যেহেতু দায়িত্বরত এস.আই গাড়িটির বিরুদ্ধে অবৈধ পার্ক করে রাখায় মামলা ঠুকে দিয়েছেন সেহেতু তার এই সাহসিকতাপূর্ণ কাজের তথ্য দিতে সমস্যা কি?! নাকি সাংবাদিক সামনে থাকায় অন্য কোন সমস্যা বোধ হচ্ছিল তাই তিনি এই রুঢ় আচরণ করলেন।
তবে এ বিষয়ে জানতে তার ব্যবহৃত নাম্বারে কল করা হলে মুঠোফোনেও তিনি পরিষ্কার কোন উত্তর দেন নি বরং এড়িয়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একটি গাড়িকে মামলা দিয়েছি আর কিছু হয়নি। আপনি নিউজ করেন, কাজই তো নিউজ করা। আমাদের নিউজ করবেন, বিভাগ দেখবে। ধন্যবাদ। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পুলিশ আর সাংবাদিক তো প্রতিপক্ষ নয়, সংবাদ পেলাম তাই আপনার মন্তব্য তো জানার দরকার। পরবর্তিতে আবারো কল দিলে ঘটনার বিষয়ে জানতে চাইলে এস.আই রুপম জানন, উনি পরিচয় দিয়ে জিজ্ঞাসা করছেন, উনি বুঝেনা। উনি বুঝলে এমন করতনা। উনি বলছে কি হবে, জরিমানা হওয়ার পর কি হবে? কোথায় জরিমানা হবে। এরপর আমি বলেছি, আপনি তো কিছুই জানেন না। সাংবাদিকতা করেন আপনার র্কাড আছে। কার্ড টা দেখান, দেখালো। এর বেশী কিছুনা।