নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ক্লু-লেস একটি হত্যা মামলার রহস্য উদঘাটনে ঢাকা রেঞ্জের সেরা তদন্ত কর্মকর্তা মনোনীত হয়েছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও ভোলাব পুলিশ ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম। গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তাকে সেরা তদন্ত কর্মকর্তা মনোনীত করে পুরষ্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. আসাদুজ্জামান বিপিএম (বার), নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারগন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে রাজধানীর খিলগাঁও থেকে ৯ বন্ধু মিলে কাপড় ব্যবসায়ী মাদারীপুরের শিবচর উপজেলার বাখরাকান্দি এলাকার মাসুদ মাতবরের ছেলে তাসিনকে হত্যা করে রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১৯ নং সেক্টরের রঘুরামপুর এলাকার ঝিলের পানিতে ফেলে দেয়। কোন পরিচয় না পাওয়ায় পুলিশ নিহতের মৃতদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের ৪ মাস পর গত ২০ সেপ্টেম্বর হত্যার রহস্য ও এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেন শফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে খুনের লোমহর্ষক বর্ননা দেন খুনিরা।