ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী এসআই হলেন নাজিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী কর্মকর্তা হিসেবে আবারো পুরুষ্কার পেলেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন। ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে ঢাকা রেঞ্জের সফল তদন্ত কারী কর্মকর্তাা হিসেবে পুরুষ্কৃত করলেন ঢাকা রেঞ্জ এর ইন্সপেক্টর জেনোরেল অব পুলিশ (ডি আই জি) হাবিবুর রহমান পিপিএম বার।

রোববার (২৬ জানুয়ারী) ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে এ পুরুষ্কার গ্রহন করেন এসআই নাজিম উদ্দিন। এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল পিপিএম সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত