নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে এক আলোকসজ্জা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় (নোয়া) মাইক্রোবাসে বহনকারী একদল ছিনতাইকারী। গত ২১ই নভেম্বর রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ব্রহ্মপূত্র সেতুর পশ্চিম পাশে লাঙ্গলবন্দ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুকে, পেটে ও কাধে ৪টি ছুরিকাঘাতে গুরত্বর আহত ব্যবসায়ীর নাম মো. ডালিম মিয়া (৪০)। আহত ব্যবসায়ীকে স্থানীয় পথচারিরা রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পারিবারের মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ডালিম, পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার দড়িকান্দি ভিটিকান্দি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং স্থানীয় ডেকারেটর ব্যবসায়ী মহিউদ্দিনের ছোট ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন।
ডেকারেটর ব্যবসায়ী মহিউদ্দিন জানান, ব্রহ্মপূত্র নদের তীরে বন্দর উপজেলার ধামগড় ইউপির কামতাল গ্রামে অবস্থিত শ্রীশ্রী ললিত মহন আশ্রমের বাৎসরিক ওরশ উপলক্ষ্যে আশ্রমে আলোকসজ্জার কাজ শেষ করে বাড়িতে আসার উদ্দেশ্যে রাত সাড়ে ৮ টার দিকে হেঁটে রওনা হয়। লাঙ্গলবন্দ ব্রিজের নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে দাড়ানোর সঙ্গে সঙ্গে অপেক্ষামান থামানো নোয়া মাইক্রোবাস থেকে নেমে কিছু বুঝে ওঠার আগেই প্রথমে বুকে ছুরিকাঘাত করে। তারপর পেটে ও কাধে আরো ৩ ছুরিকাঘাত করে মাঠিতে ফেলে দিয়ে কোমড় থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাঠিতে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারিরা মোবাইল ফোনে জানায়। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দ্রুত অপরেশন করেন। বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশকে অবগত করেনি বলে মহিউদ্দিন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোনারগাঁও-বন্দর উপজেলার সীমানাবর্তী ফাকা এলাকায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। অন্যস্থান থেকে মাইক্রোবাসে উঠিয়ে সুযোগ বুঝে মরিচের গুড়া, ছুরিকাঘাতসহ নানা কৌশলে সর্বস্ব ছিনিয়ে নিয়ে লাঙ্গলবন্দ ব্রিজের দুইপাশেই ফেলে দেয় বিভিন্ন অঞ্চলের যাত্রী সাধারণগণ। ৩ মাস আগে র্যাব-১১ সিএনজিসহ ৫ ছিনতাইকারিকে গ্রেফতার করে বন্দর থানায় সোপর্দ করেন।