ঢাকায় যুবনেতা আজমেরী ওসমানের মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজমেরী ওসমানের নির্দেশে নারায়নগঞ্জ থেকে ঢাকা উদ্দেশ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। বিস্তারিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।

যার ফলে বুধবার (১০ জানুয়ারী ) আজমীর ওসমানের নেতৃত্বে দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে আনন্দ ঢাকা উদ্দেশ্য মিছিল বের করেন। আজমেরী ওসমানের সমর্থকরা কলেজ রোড তার অফিসের সামনে জরো হতে থাকে। পরে শত শত নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নগরীর রাজপথ মুখরিত করে সোহরাওয়ার্দী উদ্যান উদ্দেশ্য রওনা দেন।

যাত্রা পথে মাতুয়াইলে আনন্দ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কার্জন হলে সামনে পুনরায় নেতা কর্মীরা জড়ো হয়ে পায়ে হেটে সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে জড়ো হন। এসময় আরো উপস্থিত ছিলেন কাজী আমীর, হামিদ প্রধান, খায়রুদ্দিন মোল্লা, মো. নাসির, মো. সুমন, মো. মনির হোসেনসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত