নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টি এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহন করেছেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময় মিছিলটি পরিচালনা করেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মোঃ শাহাদাত হোসেন রুপু, মহানগর এর আহবায়ক মোঃ শাহ্ আলম সবুজ ও সদস্য সচিব ফয়সাল উল্লাহ। সোমবার ১লা জানুয়ারী সকাল ৮টায় ঢাকায় আনন্দ র্যালীতে যোগ দিতে নারায়ণগঞ্জ এবং বন্দর থানা এলাকা থেকে দলে দলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকায় গিয়ে মিলিত হয়।
পরে ঢাকার মৎস ভবনের সামনে থেকে মিছিলটি রমনা ইঞ্জিনিয়ার ইন্সস্টিউট ভবনে গিয়ে সভায় যোগদান করে। মিছিলে যোগদানকারী সকল নেতাকর্মীদের পড়নে ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ছবি সংবলিত সাদা রঙের টি-শার্ট ও মাথায় ছিল সাদা রঙের টুপি।মিছিলটি সভাস্থলে পৌছালে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং জাতীয় পার্টির প্রভাবশালী নেতা আবু হোসেন বাবলা মিছিলটিকে স্বাগত জানান।