ডোবা থেকে তোলারাম কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, পুলিশের ধারনা হত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লাহ ভূইগড় এলাকা থেকে উদ্ধার করা যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম শাহরিয়াজ মাহমুদ শুভ্র (২৩)। সে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের (বিবিএ) হিসাব বিজ্ঞান শাখার ৩য় বর্ষের শিক্ষার্থী। তার পিতা শাহ ফতেউল্লাহ মাদ্রাসার শিক্ষক কামাল সিদ্দিকি। সে ফতুল্লার লালপুর এলাকায় মতিউর রহমানের বাড়ির নিচ তলায় ভাড়াকৃত বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। শাহরিয়াজ মাহমুদ শুভ্র স্থানীয় দৈনিক যুগের চিন্তা পত্রিকায় খন্ডকালিন সময় অপারেটর হিসেবে কাজ করতো। তবে তারঁ বাবার অসুস্থতার কারণ জানিয়ে গত ৩১ তারিখ সে চাকুরি থেকে অব্যহতি নেয় বলে পত্রিকাটির কর্তৃপক্ষ জানায় । তাছাড়া সে ছাত্র ফেডারেশন সংগঠনের ফতুল্লা থানার সদস্য ছিলো।  ১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে নিহতের পরিবারেরর সদস্যরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে লাশ দেখে এবং এটি শাহরিয়াজ মাহমুদ শুভ্রর মৃতদেহ বলে সনাক্ত করে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলো শাহরিয়াজ মাহমুদ শুভ্র। এ ব্যপারে ৯ সেপ্টেম্বর শনিবার তার বাবা ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রি করেন। এসময় শাহরিয়াজের বাবা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহরিয়াজ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকাল ৬ টায় নামাজ শেষে ছেলেকে ডাকতে গেলে শাহরিয়াজকে তার কক্ষে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে সেটাও বন্ধ পাওয়া যায়। তারপর থেকে পরিচিত বন্ধু, আত্মীয় ও সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও কোনপ্রকার খোঁজ না পেয়ে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়রি করি। সাধারন ডায়রি নং-৩২৮।

এ ব্যাপারে শাহরিয়াজ মাহমুদের দাফন র্কায শেষে তাঁর পিতা কামাল সিদ্দিকি বলেন, আমার ছেলে একজন মেধাবী ছাত্র ছিলো। সে এইচএসসির পর থেকে ছাত্র-ছাত্রি পড়িয়ে নিজেই পড়াশুনা চালাতো। এলাকার সবাই তাকে ভালোই জানে। কে বা কারা? কেন আমার ছেলেবে মারলো। ও তো কারো ক্ষতি করেনি। আমি আমার ছেলের বিচার চাই।

এ ব্যপারে ওসি ( অপারেশন ) মুজিবুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ৮টায় ফতুল্লা থানাধীন ভুইগড় কাজীপাড়া বাসস্টান্ড সংলগ্ন আকরাম মাহমুদের ডোবার মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে এসআই (নিঃ) ফজলুল হক। নিহতের লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা হিসাবে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এদিকে একই দিন তার বাবা কামাল সিদ্দিকি ছেলে নিখোঁজের ব্যপারে সাধারন ডায়রি করে। পরে তার পরিবারের সদস্যের তথ্য অনুযায়ী লাশটিকে সনাক্ত করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এবং এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

add-content

আরও খবর

পঠিত