নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২৫ জুন বুধবার ঈদুল ফিতর উপলক্ষে নাসিক ১৮ নং ওয়ার্ডে ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থাহ এর উদ্যোগে গরিব দু:স্থদের মাঝে গরুর গোস্ত সহ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় উপস্হিত ছিলেন ডিয়ারা পঞ্চায়েত প্রধান ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুনাছের, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাজল সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, মোঃ রুবেল, মোঃ তনময়, মোঃ সোহাগ প্রমুখ।
এসময় ডিয়ারা সেবা দারিদ্র বিমোচন সংস্থার সংগঠনের চেয়ারম্যান মোঃ আক্তারুজামান রতন মাদবর, বলেন আজ আমরা ১৬০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরনে সক্ষম হয়েছে, কিন্তু আজ সমাজের যারা বৃক্তোবান আছেন তারা যদি আমাদে এই সংস্থা কে সাহায্য, সহযোগীতায় এগিয়ে আসেন তাহলে অনেক অসহায়দের মাঝে আমরা পরিপূর্ণ ভাবে সাহায্য পৌছাতে পারবো।
আমরা এলাকাবাসী ও দেশ বাসির অর্থবান দের আহবান করছি আমাদের কে সহযোগী এগিয়ে আসুন । আপনারা যানেন ২০০৬ সন থেকে এই সংগঠনের যাত্রা সুরু থেকে বিবিন্ন রকমের সহ যোগিতা দিয়ে আসছি। তবে আমাদের সংস্থার কৈহ অর্থবান না আর আমাদের একার পক্ষে সম্বনা।সভাপতি মোঃ আক্তারুজামান রতন মাদবর সংক্ষিপ্ত বক্তব্য পর মিলাদ ও দোয়া দিয়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়।