নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নরসিংদী জেলার সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। ২২শে ফেব্রুয়ারী শনিবার দুপুর এএসপি মো. আলেপ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, অভিত মিয়া, মো. পাপ্পু মিয়া, মারিয়া আক্তার মন্টি ও মো. বাদল মিয়া। তারা নরসিংদী সদর থানার বাসিন্দা।
তিনি জানান, গত বৃহস্পতিবার মো. রাসেল নামের এক ব্যক্তি র্যাব-১১ নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগে বলেন, গত ২৮ ডিসেম্বর ডিবি পরিচয়ে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তাকে নরসিংদী আদালতের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তাকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে সেখানে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মারধর করাসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করা হয়। পাশপাশি সেই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করা হয়। সে সময় রাসেলকে জিম্মি করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করে।
এসব অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে এর সত্যতা পায়। ভিকটিম মো. রাসেল অপহরণের বিষয়ে স্বীকারোক্তি দেয়াসহ অন্যান্য আরো অপরাধের লোমহর্ষক বর্ণনা দেয়।
তিনি আরো জানান, গ্রেফতাররা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা অপহরণের উদ্দেশ্যে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে মাইক্রোবাস যোগে ঘুরে বেড়ায়।