ডিবির হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন রিমান্ডে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ৫ হাজার পিস ইয়াবাসহ  গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন (২৫) এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেে ক্রেতা সেজে কৌশলে তাকে ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলাগোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখানে সাদা পোশাকে অভিযান চালানো হয়। ক্রেতা সেজে এক হাজার পিস ইয়াবা ক্রয় করে সুমনকে আটক করা হয়।পরে তার দেয়া তথ্যমতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরো চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃত সুমন পুলিশের তালিকাভুক্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে আত্মগোপনে থেকে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ইয়াবা সরবরাহ করতো। এই ইয়াবাগুলো স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এসেছিল।

পরে গ্রেফতার সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় । পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়।

add-content

আরও খবর

পঠিত