ডিবির অভিযানে অস্ত্র ও গুলি সহ চোরাচালান চক্রের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে একটি পিস্তল ও গুলিসহ আরিফ হোসেন (২০) নামের অস্ত্র ও মাদক চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ২৮ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জের বরাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরিফের স্ত্রী জেনী আক্তার ওরফে জুই পালিয়ে যায়। আরিফ হোসেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরজেলখানার ইসলাম মিয়ার ছেলে।

এ ব্যপারে শনিবার এক সংবাদ বিবৃতিতে ডিবি পুলিশ জানায়, গত ২৬ জুলাই ৯২ হাজার পিস ইয়াবাসহ আটক আসামীদের দেয়া তথ্যে এ অভিযান চালানো হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ চক্র। তারা সীমান্তবর্তী দেশ হইতে মাদক ও আগ্নেয়াস্ত্র অবৈধভাবে আমদানী করিয়া দেশে অভ্যন্তরে বিভিন্ন জেলায় মাদক এবং অপরাধমুলক কর্মকান্ডে ব্যবহারের জন্য আগ্নেয়াস্ত্র বিক্রয় করে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেয়া এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

add-content

আরও খবর

পঠিত