ডিজিটাল মিটারে অতিরিক্ত বিল, অসন্তোষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পল্লীবিদ্যুৎ সমিতি ডেপুটি ম্যানেজারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রাহকরা। রোববার (২৬ মে) দুপুরে বিক্ষোভ করে অতিরক্ত বিল আসায় ডিজিটাল মিটার অপরাসণ করে পুরোনো মিটার লাগানোর দাবি জানান তারা। পরে পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের আশ্বাসে তারা শান্ত হন।

উপজেলার গাপালদী পৌরসভা দাইরাদীর আবাসিক গ্রাহক মামুন মিয়া বলেন, আমার বাড়িতে ডিজিটাল মিটার লাগানোর পর থেকেই অজানা কারণে মাত্রাতিরিক্ত বিল আসতে শুরু করেছে। প্রতি মাসেই পাঁচশ থেকে আটশ টাকা বেশি দিতে হচ্ছে।

পল্লীবিদ্যুতের ডিজিএম শাহাদৎ হোসেন বলেন, ৪০ হাজার ৯০৬ জন গ্রাহকের মধ্যে এক হাজার ১১৫ জনের বাড়িতে এরইমধ্যে ডিজিটাল মিটার লাগানো হয়েছে। তাদের আপাতত শান্ত করা হয়েছে। মেয়র ও এমপির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত