ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে ১ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও জন। ২৪ই এপ্রিল শনিবার  দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন : মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) আব্দুল মোতালেব (৩০)

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।

আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। সুগন্ধা হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জলিল জানান, তিনজন শ্রমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আব্দুল মোতালেব নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানায়, ব্যাপারে কোনো দায়িত্ব অবহেলা আছে কিনা বা কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা আমরা খতিয়ে দেখছি।

add-content

আরও খবর

পঠিত