ডিএনডির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেন সদর ইউএনও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : অতিবৃষ্টি জনিত জলাবদ্ধতায় ডিএনডির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ত্রান সহায়তা বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় নারাণয়গঞ্জ সদর উপজেলার পাঠানটুলী কবরস্থান রোডস্থ মানব কল্যাণ পরিষদ কার্যালয়ে সদর ইউএনও এর আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের জলাবদ্ধতায় ডিএনডির ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও আলুর সম্মলিত প্যাকেট বিতরণ করা হয়।

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ বলেন, আমরা এই সামাজিক সংগঠনের মাধ্যমে আর্তমানবতার সেবায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কিছু ত্রান সহায়তা প্রদান করা হচ্ছে। এই ক্ষুদ্র প্রয়াস আগামীতে আরও বৃহৎআকারে রূপান্তরিত হবে। তিনি আরও বলেন আইলপাড়া পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় কোন রকম মাদক ব্যবসা ও ইভটিজিং হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক সন্ত্রাসীরা যত বড় ক্ষমতাধর হউক না কেন তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখমুখি করা হবে। আর মানব কল্যাণ পরিষদের কর্মকর্তা ও সদস্যদের কেউ সামাজিক কাজে বাধাগ্রস্থ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে সামাজিক কর্মকান্ডে আন্তরিক সহযোগীতা করার আহবান করেন।

আরও বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল হাসান, অর্থ সচিব সাইফুল ইসলাম, স্থানীয় সমাজ কর্মী মোঃ জিন্নাহ্ সহ অন্যান্য। ডিএনডির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তা ও বিতরণে আন্তরিক সহযোগীতা করার জন্য সদর ইউএনও কে ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন  সংগঠনের চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এম বিজয়, মনির হোসেন সুমন, আখি আক্তার, আব্দুল মোতালেব, জিতু আক্তার, নুপুর আক্তার ও লাবনী আক্তার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত