ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজ ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারাণগঞ্জে ট্রেনে কাটা পড়ে নুর হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সকাল ১০:১০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের নারায়ণগঞ্জগামী ট্রেনে ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় ফরিদা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত কলেজ নুর হোসেন সরকারি তোলারাম কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলপুরা এলাকার মৃত রাজু মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহত নূর হোসেনের বন্ধু ও নারায়ণগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষর্থী স্বাধীন শেখ জানান, সকাল ৯টা ১০ এর ট্রেনের টিকিট কেটে আমরা ফতুল্লা স্টেশনে অপেক্ষা করি। কিন্তু আমাদের ট্রেন আসে ১০টা ১০ মিনিটে। আমরা যাতাযাতি করে ট্রেনে উঠি। প্রচুর ভির থাকায় ট্রেনের ভিতরে না গিয়ে দরজার সামনেই দাঁড়াই।

তিনি আরও জানায়, ট্রেন ইসদাইরের সামনে আসলে ট্রেনের ১ হাতল থেকে অন্য হাতলে ধরতে গিয়ে হাত ফসকে, রেলওয়ে পাশে রাখা ঢালু পাথরের উপর পরে যায় নূর। ঢালু থাকায় সাথে সাথে ট্রেনের নেচ চলে যায়। আর সাথে সাথে টুকরো টুকরো হয়ে যায়।

এদিকে, নুর হোসেন এর মৃত্যুতে তোলারাম কলেজের সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। তাছাড়া  নিহত নূরের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলারাম কলেজের ভিপি এবং সাবেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ বিভিন্ন শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। তাছাড়া ২৮ জুন মঙ্গলবার বাদ যোহর সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে নূর হোসেন এর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জানাজার নামাজ শেষে আলীগঞ্জ তার নিজস্ব এলাকায় নূর হোসেন এর লাশ দাফন করা হয়।

হাবিবুর রহমান রিয়াদ জানান, আজ ট্রেনে একটি দুর্ঘটনায় আমাদের তোলারাম কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের মেধাবী ছাত্র্র্র নূর হোসেন ইন্তেকাল করেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তোলারাম কলেজের সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও শোক প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাহাত পরিবারে প্রতি সমবেদনা জানাই।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত