ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর গলাচিপা রেললাইনে ট্রেনে ঝাপ দিয়ে একযুবক আত্মহত্যা করেছ। বৃহষ্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটিতে আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইন ধরে ছেলেটি হাঁটছিলো। স্বাভাবিক ভঙ্গিতেই সে হেঁটে যাচ্ছিলো। কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির নিচে হঠাৎ করেই ছেলেটি মাথা দিয়ে দিলো। সঙ্গে সঙ্গেই দেহ থেকে তার মাথা বিচ্ছিন হয়।

আত্মহননকারী যুবকটির নাম অর্জুন বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের বাড়ি মুন্সিগঞ্জে হলেও সে তার স্ত্রীসহ গলাচিপাতেই বসবাস করে।

এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আত্মহননকারী অর্জুনের বড় ভাই বিমল। তিনি জানান, তারা মুন্সিগঞ্জের বাসিন্দা। অর্জুন তার পরিবার নিয়ে এখানেই বসবাস করে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির খান বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ছেলেটি রেললাইন দিয়ে হাটছিল। পরে ট্রেন আসার সময় ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

add-content

আরও খবর

পঠিত